kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

প্রশ্ন-উত্তর

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেরাসুল (সা.) কি ফুল ভালোবাসতেন

প্রশ্ন : অনেকে বলে, রাসুল (সা.) ফুল ভালোবাসতেন। রাসুল (সা.) যে ফুল ভালোবাসতেন—এমন কোনো প্রমাণ আছে?

নুরুল হক, ফরিদপুর

উত্তর : হাদিসে বর্ণিত আছে যে সুগন্ধি রাসুল (সা.) ভালোবাসতেন এবং এক ধরনের রায়হান নামক সুগন্ধিযুক্ত তৃণ তিনি পছন্দ করতেন। (তিরমিজি, হাদিস : ২৭৯১, ফয়জুল কাদির : ৯/৪৫৯৭)

 

সুরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়?

প্রশ্ন : যদি কোনো ব্যক্তি ১০ বার সুরা ইখলাস পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হবে—এই কথার কি কোনো ভিত্তি আছে?

এহসান খান, মহাখালী

উত্তর : প্রশ্নে বর্ণিত বিষয়ে নির্ভরযোগ্য বহু হাদিস গ্রন্থে উল্লেখ আছে। তার মধ্যে মুসনাদে আহমাদ, সুনানে দারেমি, আল মুজামুল কাবির বিশেষভাবে উল্লেখযোগ্য। হাদিসটি আমলযোগ্য। (মুসনাদে আহমদ, হাদিস : ১৫৬১০, আল মুজামুল কাবির : ২/১৮৩, সুনানে দারেমি, হাদিস : ৩৪৭২)

 

আপনার দোয়ায় ভালো আছি’—বলার বিধান

প্রশ্ন : অনেকে কুশল বিনিময়কালে বলে, ‘আপনার দোয়ায় ভালো আছি।’ এ কথা বলা কি শিরক হবে?

রাসেল চৌধুরী, মুন্সীগঞ্জ

উত্তর : প্রশ্নে বর্ণিত বাক্য বলা শিরক নয়। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/৩৭৬)

 

বিবাহের সময় মেয়ের বাবার নাম ভুল করলে

প্রশ্ন : বিয়ে পড়ানোর সময় মেয়ের বাবার নাম ভুল বললে বা না বললে ওই বিয়ের বিধান কী?

রায়হান, মিরপুর

উত্তর : পাত্রী যদি স্বামী বা দুজন সাক্ষীর কাছে পরিচিত হয়, সে ক্ষেত্রে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য পাত্রীর বাবার নাম উল্লেখ করার প্রয়োজন নেই। তবে উল্লেখ করা ভালো। এ ক্ষেত্রে বাবার নাম ভুল উল্লেখ করা হলেও বিয়ে শুদ্ধ হয়ে যাবে। (আদ্দুররুল মুখতার : ৩/১৪-১৫, রদ্দুল মুহতার : ৩/১৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১০/৫০৪)

 

মসজিদের আসবাব ক্রয় করে  ঘরের কাজে ব্যবহার করা

প্রশ্ন : মসজিদের জিনিস ক্রয় করে নিজ বাড়িঘরের কাজে ব্যবহার করা যাবে কি? যেমন—খুঁটি, টিন, লোহা, পাইপ ইত্যাদি।

তারেক হায়দার, বরিশাল

উত্তর : সাধারণ অবস্থায় মসজিদের জিনিস বিক্রি করা জায়েজ নয়। তবে কোনো জিনিস প্রয়োজনাতিরিক্ত বা অকেজো হয়ে গেলে দায়িত্বশীল ও মুসল্লিদের সম্মতিতে বিক্রি করা যায়। এরূপ জিনিস ক্রয় করে নিজ বাড়িঘরের কাজে ব্যবহার করতে কোনো আপত্তি নেই। তবে অপবিত্র স্থানে ব্যবহার করা সমীচীন হবে না। (রদ্দুল মুহতার : ৪/৩৬০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৬/২০৮)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা