kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

প্রশ্ন-উত্তর

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএকজন নিয়ে জামাত করলে জামাতের সওয়াব হবে?

প্রশ্ন : এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে জামাত করলে জামাতের সওয়াব পাওয়া যাবে কি?

রুহুল আমিন, গাজীপুর

উত্তর : মুক্তাদি একজন হলেও জামাতের সওয়াব পাওয়া যাবে। (ফাতাওয়ায়ে দারুল উলুম : ৩/৩৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪৬৬)

 

ইমাম ভুলবশত এক সিজদা দিয়ে সালাম ফেরালে

প্রশ্ন : ইমাম নামাজের শেষ রাকাতে ভুলবশত এক সিজদা দিয়ে সালাম ফেরালে যদি মুসল্লিরা লুকমা দেয়, তাহলে নামাজ কিভাবে শেষ করবে? এ ক্ষেত্রে সাহু সিজদা কিভাবে দেবে?

     আনোয়ার হোসেন মানিক, নোয়াখালী

উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় ইমাম সাহেবের করণীয় হলো, মুসল্লিরা লুকমা দেওয়ামাত্রই নামাজপরিপন্থী অন্য কোনো কাজ করার আগে ভুলবশত ছেড়ে দেওয়া সিজদা আদায় করবে। অতঃপর তাশাহুদ পাঠ করে নিয়মমাফিক সাহু সিজদা করবে, তথা এক দিকে সালাম ফিরিয়ে দুই সিজদা করবে। তারপর আবার নিয়মতান্ত্রিক তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবে। (রদ্দুল মুহতার : ২/১৯২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ২/২২২)

 

বই-পুস্তকের ওপর অঙ্কিত আয়াত স্পর্শ করা

প্রশ্ন : বর্তমানে কিছু লেখক তাঁদের বইয়ের মলাটে কোরআন খোলা আছে—এমন ছবি দিয়ে থাকে, যাতে আয়াত লেখা থাকে। জানার বিষয় হলো, ওই বই যে ভাষারই হোক, যদি রাখতে বা ওঠাতে গিয়ে ওই আয়াতে হাত লাগে তাহলে এর বিধান কী?

     তারেক রহমান, চাঁদপুর

উত্তর : বইয়ের মলাটে কোরআন শরিফের আয়াত লেখা থাকলে লিখিত স্থানটুকু অজু ছাড়া স্পর্শ করা জায়েজ হবে না। লিখিত স্থান ছাড়া বাকি অংশ স্পর্শ করা যাবে। তবে পূর্ণ আয়াত না হয়ে আয়াতের অংশবিশেষ ছয় হরফের কম হলে কারো কারো মতে স্পর্শ করলে অসুবিধা হবে না। উল্লেখ্য, অসতর্কতার কারণে হাত লেগে গেলে তাওবা করতে হবে, আর ভুলে লেগে গেলে গুনাহ হবে না। (আদ্দুররুল মুখতার : ১/১৭৩, রদ্দুল মুহতার : ১/১৭৩, আহসানুল ফাতাওয়া : ২/১৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১৩৭)

 

নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ করার পদ্ধতি

প্রশ্ন : নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ করা যাবে কি না? যদি বন্ধ করায় কোনো অসুবিধা না হয়, তাহলে তার পদ্ধতি কী?

     আলমগীর হোসেন, মানিকনগর, ঢাকা

উত্তর : তিন-চার সেকেন্ড সময়ের ভেতর এক হাতে মোবাইল বন্ধ করা সম্ভব হলে নামাজে মোবাইল বন্ধ করার অনুমতি আছে। অধিক সময়ের প্রয়োজন হলে অনুমতি নেই। (রদ্দুল মুহতার : ১/৪২৫, আহসানুল ফাতাওয়া : ৩/৪১৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪৮৭)

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকাসাতদিনের সেরা