kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

হাদিসে কুদসি-৭৮

শীতের রাতে ইবাদতকারীকে আল্লাহ পছন্দ করেন

রাসুলের ভাষায় আল্লাহর বাণী

২৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘আমাদের প্রতিপালক দুই ব্যক্তিকে দেখে আশ্চর্য হন—এক ব্যক্তি যে তার বিছানা ও লেপ ছেড়ে পরিবার ও প্রিয়জনদের থেকে উঠে সালাতে দাঁড়াল। আমাদের প্রতিপালক বলেন, হে আমাদের ফেরেশতারা! আমার বান্দাকে দেখো বিছানা ও লেপ ছেড়ে পরিবার ও প্রিয়জনদের থেকে তার সালাতের জন্য উঠেছে আমার কাছে যা রয়েছে তার আশা ও আমার শাস্তির ভয়ে। অপর ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করল, তবে তারা পরাস্ত হলো। সে মনে করল, পলায়নে কী শাস্তি ও ফিরে যাওয়ায় কী পুরস্কার। অতঃপর সে ফিরে গেল। অবশেষে তার রক্ত ঝরানো হলো আমার কাছে যা আছে তার আশা ও আমার শাস্তির ভয়ে। আল্লাহ তাঁর ফেরেশতাদের বলেন—আমার বান্দাকে দেখো, আমার কাছে যা রয়েছে তার আশা ও আমার শাস্তির ভয়ে ফিরে এসেছে। অবশেষে তার রক্ত প্রবাহিত করা হলো।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৫৩৬)সাতদিনের সেরা