kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

হজের প্রস্তুতি শুরু

তোলা হলো কাবার গিলাফ

ইসলামী জীবন ডেস্ক   

২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও কাবাঘরের কালো গিলাফ নিচ থেকে তিন মিটার ওপরে উঠিয়ে অতিরিক্ত সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) রাতে মসজিদে হারাম ও মসজিদ-ই-নববীর জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে ৩৭ জন কর্মকর্তা তা সম্পন্ন করেন।

মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীর পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস কাবার কালো গিলাফ ওপরে তোলার কাজে অংশগ্রহণ করেন। শায়খ আল সুদাইস জানান, ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কভারিং কাবা-এর বিশেষজ্ঞ দল পবিত্র কাবার গিলাফ ওপরে তোলার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন।’

কোরআনের আয়াতের কারুকার্যখচিত কাবার গিলাফটি রেশমের কাপড়ের টুকরাতে ভাঁজ করা থাকে। প্রতিবছরের মতো এবারও গিলাফের সুরক্ষার জন্য তা ওপরে তোলা হয়। তাওয়াফের সময় সবাই ওপরে তোলা কাবার গিলাফ দেখার সুযোগ পাবে।

     সূত্র : সৌদি গেজেটসাতদিনের সেরা