kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

প্রশ্ন-উত্তর

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেকিয়ামতের দিন সূর্যের দূরত্ব কতটুকু হবে?

প্রশ্ন : কিয়ামতের দিন সূর্য এক হাত ওপরে থাকবে, এরূপ কোনো প্রমাণ কোরআন ও হাদিসে আছে?

—মুশফিকুর রহমান, মহাখালী

উত্তর : হাদিস শরিফে বর্ণিত আছে যে কিয়ামতের দিন সূর্য খুব কাছাকাছি চলে আসবে। তবে এর দূরত্ব কতটুকু হবে, এর সঠিক পরিমাণ নিশ্চিতভাবে বলা যায় না। এক মাইলও হতে পারে বা এক হাতের চেয়ে কমও হতে পারে। (মুসলিম, হাদিস : ২৮৬৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/১৫২)

 

এক গরুতে একাধিক লোকের আকিকা

প্রশ্ন : একটি গরুর মধ্যে কতজনের আকিকা করা যায়? ছেলেসন্তান হলে কতজনের আর মেয়েসন্তান হলে কতজনের?

—আতিক উল্লাহ, মিরপুর

উত্তর : একটি গরু দিয়ে একাধিক সন্তানের আকিকা করা বৈধ। তবে ছেলের জন্য দুই অংশ অথবা দুটি বকরি দেওয়া উত্তম। (এমদাদুল আহকাম : ৪/২২৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩২৯)

 

অবিশ্বাসীদের দানের প্রতিদান

প্রশ্ন : কোনো অবিশ্বাসী যদি মুসলমানকে দান করে, আল্লাহ তাকে কিভাবে প্রতিদান দেবেন?

—হাজী আফতাব, ভালুকা, ময়মনসিংহ

উত্তর : যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের দান-সদকাসহ যেকোনো নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেই দিয়ে দেন। আখিরাতে তারা কোনো প্রতিদান পাবে না। (মুসলিম, হাদিস : ২১৪, ফাতহুল মুলহিম : ২/২৫৭)

 

মানতের নামাজ ও রোজার  সংখ্যা স্মরণ না থাকলে

প্রশ্ন : আমি গত বছর করোনায় আক্রান্ত হলে বেশকিছু নফল নামাজ ও রোজার মানত করেছিলাম। কিন্তু কতগুলো করেছিলাম তা লিখে রাখিনি বলে মনে নেই। এখন আমার করণীয় কী?

—সাকিব, ধানমণ্ডি

উত্তর : কত রাকাত নামাজ বা কয়টি রোজার মান্নত করেছেন, তা সঠিকভাবে স্মরণ না থাকলে অনুমান করে যত রাকাত নামাজ বা যে কয়টি রোজা রাখার প্রবল ধারণা হয়, সে পরিমাণ নামাজ পড়ে নিলে বা রোজা  রেখে নিলে মানত আদায় হয়ে যাবে। (ফাতাওয়ায়ে দারুল উলুম : ১২/১৬৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৪২৩)

 

গোবর ক্রয়-বিক্রয় ও জ্বালানি হিসেবে ব্যবহার

প্রশ্ন : গোবর বিক্রি করা এবং তা লাকড়ির সঙ্গে মিশিয়ে এবং মেশানো ছাড়া জ্বালানির কাজে ব্যবহার করা জায়েজ হবে কি?

—লিয়াকত হোসেন, চাঁদপুর

উত্তর : হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে গোবর বিক্রয় করা জায়েজ আছে। লাকড়ির সঙ্গে মিশিয়ে হোক, বা না মিশিয়ে, সর্বাবস্থায় জ্বালানির কাজে ব্যবহার করা জায়েজ আছে। (বাদায়েউস সানায়ে : ৫/১৪৪, আদ্দুররুল মুখতার : ৬/৩৮৫, আহসানুল ফাতাওয়া : ৬/৫২১, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৫/১১৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৪৩৯)

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকাসাতদিনের সেরা