kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

৯৯ চালের ওপর আল্লাহর ৯৯ নাম অঙ্কন

বেলায়েত হুসাইন   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৯৯ চালের ওপর আল্লাহর ৯৯ নাম অঙ্কন

৯৯টি চালের ওপর মহান আল্লাহর ৯৯টি গুণবাচক নাম বা ‘আল-আসমাউল হুসনা’ লিখেছেন ফুয়াদ কিবদানি নামের মরক্কোর এক ক্যালিগ্রাফার। আল্লাহর নাম অঙ্কিত চালগুলো দিয়ে ‘আল্লাহ’ শব্দের দারুণ একটি ক্যালিগ্রাফিও এঁকেছেন তিনি। আঁকাআঁকি সম্পন্ন করার পর ফুয়াদ কিবদানি আল্লাহর নাম অঙ্কিত চালগুলো এবং তা দিয়ে তৈরি ক্যালিগ্রাফিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘চালের ওপর আল্লাহর পবিত্র ৯৯ নাম এবং তা দিয়ে ‘আল্লাহ’ শব্দের আলাদা ক্যালিগ্রাফি আঁকতে তিন দিনে তিনি ১২ ঘণ্টা করে মোট ৩৬ ঘণ্টা সময় ব্যয় করেছেন এবং এটি মহান আল্লাহর অনুগ্রহেই হয়েছে বলে তিনি জানান।’ এর আগেও তিনি একাধিক ইসলামী ক্যালিগ্রাফি করেছেন। এর মধ্যে চালের ওপর পবিত্র কাবার ক্যালিগ্রাফি বিশেষভাবে আলোচিত।