kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

কোরআনের বাণী

সুরা : আহজাব, চতুর্থ পর্ব

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোরআনের বাণী

মুহাম্মদ (সা.) শেষ নবী

ইরশাদ হয়েছে, ‘মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল ও শেষ নবী। আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।’

(আয়াত : ৪০)

 

সকাল-সন্ধ্যা আল্লাহর মহিমা ঘোষণা করো

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।’ (আয়াত : ৪১-৪২)

 

পরকালে মুমিনরা সালাম  দ্বারা অভিবাদিত হবে

ইরশাদ হয়েছে, ‘যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন উত্তম প্রতিদান।’ (আয়াত : ৪৪)

 

মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ

ইরশাদ হয়েছে, ‘আপনি মুমিনদের সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর কাছে আছে মহা অনুগ্রহ।’

(আয়াত : ৪৭)

 

মানুষের দেওয়া কষ্ট উপেক্ষা করো

ইরশাদ হয়েছে, ‘তুমি অবিশ্বাসী ও মুনাফিকদের কথা শুনো না, তাদের নির্যাতন উপেক্ষা করো এবং নির্ভর করো আল্লাহর ওপর। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (আয়াত : ৪৮)সাতদিনের সেরা