kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

কোরআনের বাণী

সুরা : লোকমান, প্রথম পর্ব

৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
কোরআনের বাণী

কোরআনের অনুসারীরা সুপথপ্রাপ্ত

ইরশাদ হয়েছে, ‘তারাই (কোরআনের অনুসারীরা) তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তারাই সফলকাম।’

(আয়াত : ৫)

 

অসার কথা-কাজ পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্য আছে অবমাননাকর শাস্তি।’ (আয়াত : ৬)

 

কোরআন থেকে বিমুখ হয়ো না

ইরশাদ হয়েছে, ‘যখন তার কাছে আমার আয়াত তিলাওয়াত করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতেই পায়নি, যেন তার কান দুটি বধির; অতএব তাদের মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও।’ (আয়াত : ৭)

 

কৃতজ্ঞতা সুফল বয়ে আনে

ইরশাদ হয়েছে, ‘...যে কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের জন্যই তা করে। আর কেউ অস্বীকার করলে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত।’

(আয়াত : ১২)

 

সন্তানকে দ্বিন শেখাও

ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, যখন লোকমান উপদেশেচ্ছলে তার ছেলেকে বলেছিল, হে বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরিক কোরো না। নিশ্চয়ই শিরক চরম জুলুম।’ (আয়াত : ১৩)সাতদিনের সেরা