kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

ধূমপান না করে সে অর্থে পবিত্র তিন মসজিদের প্রতিকৃতি তৈরি

বেলায়েত হুসাইন   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদোগান খাত্তাতুগ্লু ৬৪ বছরের একজন তুর্কি প্রতিকৃতি নির্মাণশিল্পী। তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এরজুরুমে বসবাস করেন। ইসলামী প্রতিকৃতি নির্মাণে এরই মধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন। বিগত ৩৩ বছরে নির্মাণ করেছেন অন্তত ৪০টি বিখ্যাত প্রতিকৃতি। এর মধ্যে পবিত্র মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ তিনটি প্রতিকৃতি নির্মাণে তাঁর পাঁচ বছর সময় লেগেছে; মসজিদুল হারাম ও আল আকসা দেড় বছর করে এবং মসজিদে নববী দুই বছর।

টিআরটির সঙ্গে আলাপকালে নিজের শিল্পকর্মের ব্যাপারে দোগান খাত্তাতুগ্লু বলেন, ‘প্রকৃতপক্ষে ইতিহাস সংরক্ষণে আমি মূল স্থাপনাকে সম্পূর্ণ অভিন্নরূপে প্রতিকৃতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমি আমার কর্ম দ্বারা মূলত পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে আগ্রহী ও সজাগ করতেই প্রতিকৃতি নির্মাণ বেছে নিয়েছি।’

দোগান খাত্তাতুগ্লু আরো বলেন, ‘প্রতিকৃতি নির্মাণে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ক্রয়ের জন্য আমার বিশেষ একটি খাত আছে। একজন ধূমপায়ী ব্যক্তির ধূমপানে মাসিক যে খরচ হয় আমি সে পরিমাণ টাকা প্রতি মাসে জমা করি এবং সে টাকা দিয়েই আমি এই কাজ করে আসছি।’

তিনি আরো বলেন, ‘প্রতিকৃতি নির্মাণ ও ক্যাালিগ্রাফি করতে প্রচুর ধৈর্যের পাশাপাশি যথেষ্ট শাস্ত্রীয় জ্ঞানও থাকতে হয়। এ জন্য অনেক পড়াশোনা করতে হয়। বিগত দেড় বছরে আমি আরো বেশি অভিজ্ঞ হয়েছি এবং বেশকিছু ইসলামী প্রতিকৃতি তৈরি করেছি। বর্তমানে ১৮০০ সালের উসমানী যুগের এরজুরুম শহরের প্রতিকৃতি নির্মাণের কাজ চলছে, আশা করি ২০২২ সালে এটি সম্পন্ন হবে।

সূত্র : তুর্কি প্রেস

 সাতদিনের সেরা