kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

হাদিসে কুদসি-৬৫ : রাসুলের ভাষায় আল্লাহর বাণী

পরকালে তিন শ্রেণির মুমিন মুক্তি পাবে

২০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবু মুসা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এ উম্মতকে তিন ভাগে উপস্থিত করা হবে। প্রথম ভাগ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে; দ্বিতীয় ভাগ থেকে সামান্য হিসাব নেওয়া হবে, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে; তৃতীয় ভাগ নিজেদের পিঠের ওপর বড় পাহাড়ের মতো পাপসহ উপস্থিত হবে। অতঃপর আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন (অথচ তিনি তাদের সম্পর্কে অধিক জানেন) এরা কারা? তারা বলবে, এরা আপনার কতক বান্দা। তিনি বলবেন, এসব তাদের থেকে হটাও। এগুলো ইহুদি ও খ্রিস্টানদের ওপর রাখো এবং তাদের আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও।’ (সুনানে তিবরানি)

 সাতদিনের সেরা