kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

করোনাবিষয়ক মাসআলা-১২

দুই কাতারের দূরত্ব বাড়ান

ড. খালিদ বিন আলী আল-মুশায়্যাকা   

১৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই কাতারের দূরত্ব বাড়ান

সুন্নত হলো দুই কাতারের মধ্যে ন্যূনতম দূরত্ব রাখা এবং তার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সিজদার চেয়ে বেশি ফাঁকা না রাখা। তবে সংক্রমণ রোধ বা অন্য কোনো প্রয়োজনে দূরত্ব আরো বাড়ানো যেতে পারে। অনুরূপ জামাতে নামাজ পড়ার সময় পাশাপাশি দাঁড়ানো ওয়াজিব। কোনো মুসল্লি বিনা কারণে এক কাতারে একা দাঁড়াবে না। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পেছনের কাতারে একাকী নামাজ আদায়কারীর নামাজ গ্রহণযোগ্য নয়।’ (বুলুগুল মারাম, হাদিস : ৪২১)

তবে সংক্রমণের ভয়ে কোনো ব্যক্তি যদি পেছনের কাতারে দাঁড়ায়, তবে তার নামাজ শুদ্ধ হবে।

 সাতদিনের সেরা