kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

প্রশ্ন-উত্তর

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেইতিকাফকারী অজুর জন্য বের হওয়া

প্রশ্ন : ইতিকাফকারী শুধু অজুর জন্য মসজিদ থেকে বের হতে পারবে?

আব্দুর রব, চুয়াডাঙ্গা

উত্তর : যদি মসজিদের সীমানার ভেতরে অজুর সুব্যবস্থা না থাকে, তাহলে শুধু অজুর জন্য বের হওয়ার অনুমতি আছে। (আহসানুল ফাতাওয়া : ৪/৫১০)

 

স্বামী-স্ত্রী পাশাপাশি নিজ নিজ নামাজ আদায় করা

প্রশ্ন : স্বামী-স্ত্রী পাশাপাশি নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?

আখতারুজ জামান, কুমিল্লা

উত্তর : স্বামী-স্ত্রী প্রত্যেকে ব্যক্তিগত নামাজ পড়াবস্থায় পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তবে উভয়ে মিলে জামাতে নামাজ পড়লে তখন স্ত্রীকে পেছনের কাতারে দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়াবে না। (রদ্দুল মুহতার : ১/৫৭২, আপকে মাসায়েল আওর উনকা হল : ২/২২৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪৫৪)

 

প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দেওয়া

প্রশ্ন : কোনো দালিলিক প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?

মিজানুর রহমান, ডুমনি, ঢাকা

উত্তর : প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ। এর থেকে বেঁচে থাকা সব মুসলমানের ঈমানি দায়িত্ব। (সুরা : আয়াত, নূর : ৪-৫, বুখারি, হাদিস : ২/২৭০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৪/১০৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৪৭৭)

 

পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে?

প্রশ্ন : আমার ছোট ভাই আমাদের বাড়ির পাশের পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করেছে। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করার বিধান কী?

আতাউর রহমান, বরিশাল

উত্তর : ইতিকাফ বিশুদ্ধ হওয়ার জন্য জুমা শর্ত নয়, বরং পাঞ্জেগানা শরয়ি মসজিদেও ইতিকাফ সহিহ শুদ্ধ বলে গণ্য হবে। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৯৯)

 

খরগোশের গোশত খাওয়ার বিধান

প্রশ্ন : আমাদের গ্রামে লোকমুখে খরগোশ সম্পর্কে দুটি কথা প্রচলন আছে। কারো মতে, খরগোশ হচ্ছে যার পা হচ্ছে বিড়ালের মতো, তা খাওয়া জায়েজ নয়। কেউ বলেন, যে খরগোশের পা গরু-মহিষের মতো, তা খাওয়া জায়েজ। কোনটি সঠিক?

জাহিদ সারোয়ার, ফেনী

উত্তর : যেসব জন্তুর গোশত রাসুল (সা.) নিজে খেয়েছেন এবং অন্যদের খেতে বলেছেন অথবা নিজে না খেলেও অন্যকে খেতে বলেছেন, সেসব জন্তু হালাল হওয়ার মধ্যে কারো দ্বিমত নেই। খরগোশ জন্তুটি রাসুল (সা.) নিজেও খেয়েছেন এবং সাহাবিদেরও খেতে বলেছেন বলে একাধিক হাদিসের মাধ্যমে প্রমাণিত। তাই সব ধরনের খরগোশের গোশত হালাল। এতে সন্দেহের কোনো কারণ নেই। (তিরমিজি, হাদিস : ১৭৮৯, হিদায়া : ৪/৩৫২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৮৯)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা