kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

করোনাবিষয়ক মাসআলা-১০

আক্রান্ত ব্যক্তির জনসমাগমের স্থানে যাওয়া

ড. খালিদ বিন আলী আল-মুশায়্যাকা   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআক্রান্ত ব্যক্তির জনসমাগমের স্থানে যাওয়া

কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তার জন্য জনসমাগমের স্থানে যাওয়া হারাম। কেননা এতে অন্যদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ইরশাদ হয়েছে, ‘যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় এমন কোনো অপরাধের জন্য যা তারা করেনি, তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৫৮)

এ ছাড়া শরিয়তের মূলনীতি হলো, ‘নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না।’ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কুষ্ঠ রোগী থেকে তুমি সেভাবে পলায়ন করো, যেভাবে সিংহ দেখে পলায়ন করো।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৯৭২২)। সুতরাং করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির সংস্রব থেকে দূরে থাকবে।

 সাতদিনের সেরা