kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

তায়েফের দেয়ালে রমজানের খুশি

বেলায়েত হুসাইন   

২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতায়েফের দেয়ালে রমজানের খুশি

পবিত্র রমজান মাস প্রতিটি মুসলমানের ঘরেই উৎসবের আমেজ নিয়ে হাজির হয়। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি রমজানের রোজা ছোট-বড় সবাইকে অদৃশ্য এক স্বর্গীয় অনুভূতি দান করে। এ জন্য গোটা বিশ্বের মুসলিম উম্মাহ রমজানকে উদযাপন করে বাকি ১১ মাসের তুলনায় একটু ভিন্নভাবে এবং অনন্য সাজে। বিশেষত আরবদের মধ্যে প্রাচীনকাল থেকেই রমজান উদযাপনের নানা আয়োজন দেখা যায়। সারা দিন রোজা রাখার পর রাতের ইবাদতকে উৎসবমুখর করতে বিভিন্ন দেশে মসজিদ, ঘরবাড়ি ও রাস্তাঘাটকে বর্ণিল সাজে সাজানো হয়। একাধিক দেশে রোজা উপলক্ষে ফানুস জ্বালানোর প্রাচীন রীতি রয়েছে।

সৌদি আরবও এর ব্যতিক্রম নয়। তবে এ বছর দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে রমজান উপলক্ষে যে সাজসজ্জা হয়েছে, তা সবার প্রশংসা কুড়াচ্ছে। রমজানের আনন্দ ফুটে উঠেছে শহরটির দেয়ালে দেয়ালে। সৌদির আর্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের সদস্য গ্রাফিতিশিল্পী মুহাম্মদ বাজবির ও আহমাদ আল কুরাইশির নেতৃত্বে স্থানীয় কয়েকজন অঙ্কনশিল্পী রমজানের তাৎপর্যবিষয়ক নানা কথাবার্তা লিখে তায়েফের পার্ক কলোনি, সাহিরা টিভি এবং আল ওআশহার কয়েকটি রাস্তার দেয়ালকে যেন এক দর্শনীয় জাদুঘরে রূপান্তর করেছেন। এক জায়গায় আরবি হরফে লেখা ‘রমাদানু ইয়াজমায়ুনা’ অর্থাৎ রমজান আমাদের ঐক্যবদ্ধ করে। করোনা বিষয়েও সতর্কবাণী লেখা হয়েছে দেয়ালে, ‘টিকা নিন, সুস্থ থাকুন’।  রাস্তার দুই পাশের দেয়ালের ওপরাংশে ঝুলন্ত ঝাড়বাতি ও ফানুসের বর্ণিল আলো লেখাগুলোকে একটু পরপরই একেক রঙে রঙিন করে তুলছে, যা সত্যি অপূর্ব দৃশ্যের অবতারণা করছে। গ্রাফিতিশিল্পীরা জানিয়েছেন, রমজান উপলক্ষে রোজাদারদের জন্য সুন্দর এই উপহারটি দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। সূত্র : আল আরাবিয়া উর্দু