kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

প্রশ্ন-উত্তর

২২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনামাজে কাতার সোজা করার বিধান

প্রশ্ন : মসজিদে নামাজের সময় ইমাম সাহেব সবাইকে কাতার সোজা করার তাগিদ দেন, ইসলামের দৃষ্টিতে কাতার সোজা করা কি সুন্নত, নাকি ওয়াজিব?

সাদিদ কায়সার, বিক্রমপুর

উত্তর : রাসুল (সা.) কাতার সোজা করার প্রতি অনেক গুরুত্বারোপ করেছেন এবং কাতার বাঁকা রাখার প্রতি ভীতি প্রদর্শন করেছেন। তাই জামাতের সময় নামাজের কাতার সোজা করা সুন্নতে মুয়াক্কাদার অন্তর্ভুক্ত। (বুখারি, হাদিস : ৭২৩, উমদাতুল কারি : ৫/২৫৪, আদ্দুররুল মুখতার : ১/৫৬৮, ইলাউস সুনান : ৪/৩)

 

দোয়া কুনুত জোরে পড়ে ফেললে করণীয়

প্রশ্ন : ইমাম সাহেব ভুলবশত বিতর নামাজে দোয়ায়ে কুনুত জোরে পড়ে ফেলেছেন। এতে সিজদায়ে সাহু ওয়াজিব হবে কি?

ইউসুফ, গৌরীপুর, কুমিল্লা

উত্তর : বিতরের নামাজে দোয়ায়ে কুনুত জোরে পড়ার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। (আল মুহিতুল বুরহানি : ১/৫০৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১৭৬)

 

অতীতের রোজা না রাখা

প্রশ্ন : কোনো ব্যক্তি ছয়-সাত বছর কিছু রোজা রেখেছে, কিছু রোজা ভেঙেছে, কিন্তু বেশির ভাগ রোজাই রাখেনি। এখন রোজার ব্যাপারে তার ওপর বিধান কী?

ইমাম হোসেন রাসেল, মাইজদী, নোয়াখালী

উত্তর : বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত রোজা না রেখে থাকলে তার কাজা আদায় করতে হবে। না পারলে ফিদিয়া দেবে বা অসিয়ত করে যাবে। রোজা রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাফফারাস্বরূপ ৬০ রোজা রাখবে। সম্ভব না হলে ৬০ মিসকিনকে খাবার দেবে। তবে রোজা রেখে স্ত্রী সহবাসের মাধ্যমে ভেঙে ফেললে সংখ্যাগরিষ্ঠ ফিকহবিদদের মতে প্রতি রমজানের জন্য ভিন্ন ভিন্ন কাফফারা তথা ৬০টি করে রোজা রাখতে হবে। (আল মাবসুত লিস সরখসি : ৩/৭৩, আদ্দুররুল মুখতার : ২/৪১৩, রদ্দুল মুহতার : ২/৪১২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৬৩)

 

রোজা রেখে গরম পানির ভাপ নেওয়া

প্রশ্ন : বর্তমানে করোনা মহামারির কারণে অনেকে সতর্কতামূলক গরম পানির ভাপ নেয়। রোজা রেখে গরম পানির ভাপ নেওয়া যাবে?

সাইফুল ইসলাম, নুরেরচালা, ঢাকা

উত্তর : রোজা অবস্থায় ইচ্ছাকৃত গরম পানির ভাপ নিলে রোজা ভেঙে যাবে। (রদ্দুল মুহতার : ২/৩৯৫, কিতাবুন নাওয়াজিল : ৭/১৭৫)

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকাসাতদিনের সেরা