kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

কোরআনের বাণী

সুরা : জুমার, প্রথম পর্ব

২১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোরআনের বাণী

ইবাদতে একনিষ্ঠ হও

ইরশাদ হয়েছে, ‘আমি আপনার প্রতি এই কিতাব সত্যসহ অবতীর্ণ করেছি। সুতরাং আল্লাহর ইবাদত করুন তাঁর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে।’ (আয়াত : ২)

 

মিথ্যাবাদী সঠিক পথের দিশা পায় না

ইরশাদ হয়েছে, ‘...যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না।’

(আয়াত : ৩)

 

আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন

ইরশাদ হয়েছে, ‘তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তিনি তোমাদের জন্য এটাই পছন্দ করেন।...’

(আয়াত : ৭)

 

কেউ কারো পাপের বোঝা বহন করবে না

ইরশাদ হয়েছে, ‘...একে অপরের ভার বহন করবে না। অতঃপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যা করতে, তিনি তোমাদের তা অবহিত করবেন। অন্তরে যা আছে, তিনি তা সম্যক অবগত।’

(আয়াত : ৭)

 

আল্লাহকে ভুলে যেয়ো না

ইরশাদ হয়েছে, ‘মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে তার প্রতিপালককে একনিষ্ঠ হয়ে ডাকে। পরে যখন তিনি তাকে অনুগ্রহ দান করেন, সে বিস্মৃত হয়ে যায় তার আগে যার জন্য ডেকেছিল তাঁকে।...’ (আয়াত : ৮)

 সাতদিনের সেরা