kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

করোনাবিষয়ক মাসআলা-৩

মহামারি আক্রান্ত অঞ্চলে যাতায়াত

ড. খালিদ বিন আলী আল-মুশায়্যাকা   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহামারি আক্রান্ত অঞ্চলে যাতায়াত

মহামারি আক্রান্ত অঞ্চলে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। এটাই বেশির ভাগ আলেমের মত। কেননা এতে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী যে লকডাউন চলছে তার ধারণা মহানবী (সা.)-এর হাদিসে পাওয়া যায়। তিনি বলেন, ‘যখন তোমরা কোনো অঞ্চলের মহামারির খবর পাও, সেখানে প্রবেশ কোরো না। আর তোমরা অঞ্চলে থাকা অবস্থায় সেখানে মহামারি দেখা দিলে সেখান থেকে বের হয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৭২৪)

 সাতদিনের সেরা