kalerkantho

রবিবার। ২ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৬ মে ২০২১। ০৩ শাওয়াল ১৪৪২

করোনাকালে মুসলিম বিশ্বে যেভাবে হচ্ছে তারাবি

মুহাম্মাদ হেদায়াতুল্লাহ   

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাকালে মুসলিম বিশ্বে যেভাবে হচ্ছে তারাবি

স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবসহ বিশ্বের বেশির ভাগ দেশে মসজিদে রমজানের তারাবি অনুষ্ঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের বহু দেশের মুসলিমরা মঙ্গলবার (১৩ এপ্রিল) রোজা পালন শুরু করেন। সোমবার রাতে তারা রমজানের তারাবি নামাজ আদায় করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব দেশে মসজিদে তারাবি নামাজের অনুমোদন দেওয়া হয়।

করোনা সংক্রমণ রোধে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শুধু করোনা টিকা নেওয়া মুসল্লিদের প্রবেশাধিকার দিয়েছে সৌদি আরব। ওমরাহ পালনের ক্ষেত্রেও করোনার টিকা নেওয়া আবশ্যক করেছে দেশটি। পাশাপাশি সব মসজিদে ইফতার, সাহরির আয়োজন ও ইতিকাফ সীমিত রাখা হয়েছে। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের ১০ দেশের মসজিদে জুমা, তারাবি নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, ইরাক, মিসর ও আলজেরিয়া।

 

মসজিদে তারাবি আদায়ের ক্ষেত্রে আরোপিত বিধির মধ্যে আছে সামাজিক দূরত্ব বজায় রাখা, তারাবির সময় নির্ধারণ, মসজিদে অজু না করা, সবার মাস্ক পরিধান নিশ্চিত করা, জায়নামাজ নিয়ে আসা, ইফতার ও জনসমাগম হয়—এমন আয়োজন নিষিদ্ধ করা। এদিকে করোনা সংক্রমণ তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের সামান্য পাঁচ দেশে ঘরে তারাবি নামাজ আদায় করতে বলা হয়েছে। দেশগুলো হচ্ছে মরক্কো, তিউনিসিয়া, কাতার, ওমান ও জর্দান।

সূত্র : আনাদোলু এজেন্সি