যোগ্য লোকের সহযোগিতা গ্রহণ করো
ইরশাদ হয়েছে, ‘আমার ভাই হারুন আমার চেয়ে বাগ্মী; অতএব তাকে আমার সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন, আমাকে সাহায্য করবে।...’ (সুরা কাসাস, আয়াত : ৩৪)
ভাই ভাইয়ের সহযোগী হবে
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ বললেন, আমি তোমার ভাইয়ের দ্বারা তোমার বাহু শক্তিশালী করব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দেব।...’
(সুরা কাসাস, আয়াত : ৩৫)
কতিপয় নেতা মানুষকে জাহান্নামের পথ দেখায়
ইরশাদ হয়েছে, ‘আমি তাদের নেতা বানিয়েছিলাম, তারা লোকদের জাহান্নামের দিকে আহ্বান করত, কিয়ামতের দিন তাদের সাহায্য করা হবে না।’
(সুরা কাসাস, আয়াত : ৪১)
উভয় জগতে পাপীদের পরিণতি ভয়াবহ
ইরশাদ হয়েছে, ‘এই পৃথিবীতে আমি তাদের পেছনে লাগিয়ে দিয়েছি অভিশাপ এবং কিয়ামতের দিন তারা হবে ঘৃণিত।’
(সুরা কাসাস, আয়াত : ৪২)
প্রবৃত্তির অনুসরণ মানুষকে সত্যবিমুখ করে
ইরশাদ হয়েছে, ‘...আল্লাহর পথনির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজের খেয়াল-খুশির অনুসরণ করে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ দেখান না।’
(সুরা কাসাস, আয়াত : ৫০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
মন্তব্য