kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

প্রচলিত ভুল সংশোধন : হাম্মাদ বিন মাকসুদ, খালিশপুর, খুলনা

সালাম বিনিময়ের সময় হাত ওঠানো

২ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : সালাম বিনিময়ের সময় কেউ কেউ হাত ওঠায় এবং কেউ কেউ ওঠায় না। ইসলামী শরিয়তের দৃষ্টিতে সালামের সময় হাত ওঠানোর বিধান কী?

উত্তর : প্রথমে সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যদি সালামের দ্বারা কোনো দলকে উদ্দেশ্য করা হয়, তাহলে একজন উত্তর দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে সবারই উত্তর দেওয়া উত্তম। রাসুলুল্লাহ (সা.) সালামের প্রসার ঘটানোর নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা সালামের ব্যাপক প্রসার ঘটাও।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৬৮৯)।

উচ্চ স্বরে সালাম দেওয়া ও উত্তর দেওয়া সুন্নত। কেননা সালাম উচ্চারণ করতে হয়। হাত বা মাথার ইশারা ইত্যাদি সালাম বলে বিবেচিত হবে না। হ্যাঁ, দূরে হলে বা উত্তর শুনতে কোনো কিছু বাধা হলে মুখে উচ্চারণের সঙ্গে সঙ্গে হাত বা মাথার ইশারায় উত্তর দেওয়ার কথা জানিয়ে দেবে। কাছে হলে সালামে হাত ওঠানো অপ্রয়োজনীয় ও সুন্নতের খেলাফ। (সুনানে তিরমিজি : ২/৯৯)

গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুর।

মন্তব্যসাতদিনের সেরা