kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

প্রচলিত ভুল সংশোধন

ইমাম সিজদায় থাকলে মুসল্লির করণীয়

রবিউল আলম, সবুজবাগ, ঢাকা।   

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : মুসল্লিদের দেখা যায়, ইমাম সিজদায় থাকলে তারা পরের রাকাতের জন্য দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করেন। আবার কেউ কেউ ইমাম উভয় দিকে সালাম ফেরানোর আগেই ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য দাঁড়িয়ে যান। এ কাজ দুটি কি সঠিক?

 

উত্তর : নিয়ম হলো, মাসবুক বা প্রথম রাকাতের রুকুর আগে জামাতে অংশগ্রহণ করতে পারেনি—এমন ব্যক্তি ইমামকে যে অবস্থায় পাবে তাকবিরে তারিমা বলে তাত্ক্ষণাৎ ইমামের সঙ্গে নামাজে শরিক হবে। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা মসজিদে এসে যদি আমাদের সিজদা অবস্থায় দেখো, তাহলে তোমরাও সেজদা করবে। কিন্তু তা একে রাকাত হিসেবে গণ্য করবে না।’ (সুনানে আবু দাউদ : ১/১২৯)

তাই মসজিদে এসে ইমামকে সেজদা অবস্থায় দেখে সেজদায় শরিক না হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকা ঠিক নয়। (ইলাউস সুনান : ৩/৩৩৮)

অন্যদিকে ইমাম উভয় দিকে সালাম ফেরানোর পর মাসবুক ব্যক্তি ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য দাঁড়াবে। এটাই উত্তম। (আল-বাহরুর রায়িক : ১/৬৬৯; মাবসুতে সারাখসি : ১/৩৫)

গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুর।

মন্তব্য