দ্বিনকে চ্যালেঞ্জ কোরো না
ইরশাদ হয়েছে, ‘যারা আমার (আল্লাহর) আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী।’ (সুরা : হজ, আয়াত : ৫১)
চূড়ান্ত বিজয় আল্লাহর দ্বিনের
ইরশাদ হয়েছে, ‘...অতঃপর আল্লাহ তাঁর আয়াতগুলো সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’ (সুরা : হজ, আয়াত : ৫২)
কিয়ামত দিবসের অধিপত্য শুধু আল্লাহর
ইরশাদ হয়েছে, ‘সেদিন শুধু আল্লাহরই আধিপত্য; তিনি তাদের বিচার করবেন। সুতরাং যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা অবস্থান করবে সুখদ জান্নাতে।’ (সুরা : হজ, আয়াত : ৫৬)
আল্লাহ ন্যায়ের পক্ষে সহায়ক
ইরশাদ হয়েছে, ‘কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে সমান প্রতিশোধ গ্রহণ করলে এবং পুনরায় সে অত্যাচারিত হলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী, ক্ষমাশীল।’ (সুরা : হজ, আয়াত : ৬০)
সবুজ পৃথিবী আল্লাহর নিদর্শন
ইরশাদ হয়েছে, ‘তুমি কি লক্ষ করো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, যাতে পৃথিবী শ্যামল হয়ে ওঠে। নিশ্চয়ই আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী, পরিজ্ঞাত।’ (সুরা : হজ, আয়াত : ৬৩)
মন্তব্য