আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসমতে রাসুলুল্লাহ (সা.)-এর সব সাহাবি ন্যায়পরায়ণ ছিলেন এবং তারা সত্যের মাপকাঠি। তাই তাদের সমালোচনা করা ও গাল দেওয়া কবিরা গুনাহ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা আমার সাহাবিদের গাল দিয়ো না। যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, তবু তাদের কারো একটি মুঠি বা আধা মুঠি পরিমাণ দানের সমান হবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৯৮)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার সাহাবিকে গাল দেয় তার ওপর আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সব মানুষের অভিশাপ।’ (তাবারানি)
মন্তব্য