ভালো কথার অনুগামী হও
ইরশাদ হয়েছে, ‘তাদের (জান্নাতবাসী) পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল এবং তারা পরিচালিত হয়েছিল পরম প্রশংসাভাজন আল্লাহর পথে।’ (সুরা : হজ, আয়াত : ২৪)
মসজিদে সব মুমিনের অধিকার সমান
ইরশাদ হয়েছে, ‘যারা কুফরি করে এবং মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ ও মসজিদে হারাম থেকে, যা আমি করেছি স্থানীয় ও বহিরাগত সবার জন্য সমান।...’ (সুরা : হজ, আয়াত : ২৫)
মসজিদ পবিত্র রাখো
ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, যখন আমি ইবরাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম এই ঘরের জায়গা, তখন বলেছিলাম, আমার সঙ্গে কাউকে শরিক কোরো না এবং আমার ঘর পবিত্র রেখো তাদের জন্য, যারা তাওয়াফ করে, যারা সালাতে দাঁড়ায়, যারা রুকু ও সেজদা করে।’ (সুরা : হজ, আয়াত : ২৬)
আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করো
ইরশাদ হয়েছে, ‘এটাই বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলির প্রতি সম্মান প্রদর্শন করলে, সেটা তার অন্তরের আল্লাহভীতির অংশ।’ (সুরা : হজ, আয়াত : ৩২)
আল্লাহর নাম স্মরণে মুমিনের হৃদয় প্রকম্পিত হয়
ইরশাদ হয়েছে, ‘যাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা বিপদ-আপদে ধৈর্য ধারণ করে, নামাজ আদায় করে এবং আমি যে জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করে।’ (সুরা : হজ, আয়াত : ৩৫)
মন্তব্য