মানুষের পেছনে লাগা, দোষ তালাশ করা ও তাদের গোপন তথ্য প্রকাশ করা ইসলামের দৃষ্টিতে হারাম ও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি আনুগত্য করবেন না ওই ব্যক্তির, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, যে অন্যকে দোষারোপ করে ও পশ্চাতে নিন্দা করে, যে একের কথা অপরের কাছে বলে বেড়ায়।’ (সুরা কলাম, আয়াত : ১০-১১)
একটি দীর্ঘ হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন দোষ বর্ণনা করে, যা তার মধ্যে আদৌ নেই, আল্লাহ জাহান্নামিদের নির্গত পচা-গলা পুঁজের মধ্যে তার স্থান নির্ধারণ করে দেবেন।
সে যা বলেছে তা বের করে দিতে চাইবে; কিন্তু পারবে না।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩১২৩)
মন্তব্য