kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

প্রচলিত ভুল সংশোধন : মনির হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

সুরা আল ইমরান নাকি আলে ইমরান

২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : পবিত্র কোরআনের তিন নম্বর সুরার নাম বই-পুস্তক ও পত্রিকায় ভিন্ন ভিন্নভাবে লেখা হয়। কেউ লেখে আল ইমরান, কেউ লেখে আলু ইমরান আবার আলে ইমরানও লেখে দেখা যায়। কোনটি সঠিক?

     নজরুল ইসলাম, দক্ষিণগাঁও, ঢাকা

 

উত্তর : পবিত্র কোরআনের তৃতীয় সুরার নাম আ’লু ইমরান। অর্থ ইমরানের বংশধর। এর সঙ্গে সুরা শব্দটি যোগ করলে পড়তে হয় ‘সুরা আলে ইমরান’। কিন্তু কিছু মানুষকে দেখা যায় তারা এ সুরার নামকে ‘সুরা আল-বাকারা’র মতো মনে করে লেখে ‘সুরা আল-ইমরান’—এটি ভুল।

সুরা আল-বাকারার ক্ষেত্রে ‘বাকার’ শব্দের শুরুতে আলিফ ও লাম যোগ করার কারণে ‘আল বাকারা’ হয়েছে। কিন্তু সুরা আলে ইমরানের ক্ষেত্রে বিষয়টি এমন নয়। ইমরান শব্দের সঙ্গে আ’লু শব্দটি যুক্ত হয়ে আ-লু ইমরান হয়েছে। আ’লু ইমরানের শুরুতে সুরা যুক্ত হওয়ায় আরবি ব্যাকরণ অনুযায়ী আলে ইমরান হয়েছে। সুতরাং সুরা আল-ইমরান বলা ভুল; সঠিক উচ্চারণ হবে সুরা আলে ইমরান।

গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুর

মন্তব্যসাতদিনের সেরা