সত্যের আলো দিয়ে মিথ্যা দূর করো
ইরশাদ হয়েছে, ‘বরং আমি সত্য দ্বারা আঘাত করি মিথ্যার ওপর। ফলে তা মিথ্যাকে চূর্ণবিচূর্ণ করে দেয় এবং তত্ক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়।...’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১৮)
সৃষ্টি জগতের শৃঙ্খলা একত্ববাদের প্রমাণ
ইরশাদ হয়েছে, ‘যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি পবিত্র, মহান।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ২২)
সব নবী একত্ববাদের দাওয়াত দিয়েছেন
ইরশাদ হয়েছে, ‘আমি আপনার আগে এমন কোনো রাসুল প্রেরণ করিনি তাঁর প্রতি এই ওহি ছাড়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুতরাং আমারই ইবাদত করো।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ২৫)
এক মহা বিস্ফোরণ থেকে মহাবিশ্বের সৃষ্টি
ইরশাদ হয়েছে, ‘...আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে। তবু কি তারা ঈমান আনবে না?’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৩০)
মৃত্যু অনিবার্য
ইরশাদ হয়েছে, ‘জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করি এবং আমারই কাছে তোমরা ফিরে আসবে।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৩৫)
মন্তব্য