কোরআন ও হাদিসে কিছু খাবার মুমিনের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। এসব খাবার গ্রহণ করা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি বলে দিন, যে বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি আহারকারীর জন্য কোনো হারাম খাদ্য পাইনি মৃত প্রাণী, প্রবাহিত রক্ত ও শূকরের গোশত ছাড়া। এটা অপবিত্র।’ (সুরা আনআম, আয়াত : ১৪৫)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি চওসর (দাবা জাতীয়) খেলায় প্রবৃত হয়, সে যেন তার হাতকে শূকরের রক্তে রঞ্জিত করার মতো অন্যায় করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪১৯৪)
মন্তব্য