অত্যাচারীরা অনুসারীদের ভুল পথ দেখায়
ইরশাদ হয়েছে, ‘ফিরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখায়নি।’
(সুরা : তাহা, আয়াত : ৭৯)
পানাহারে সীমা লঙ্ঘন কোরো না
ইরশাদ হয়েছে, ‘তোমাদের যা দান করেছি তা থেকে ভালো ভালো জিনিস খাও এবং এ বিষয়ে সীমা লঙ্ঘন কোরো না।...’
(সুরা : তাহা, আয়াত : ৮১)
ঈমানের ওপর অবিচল থাকো
ইরশাদ হয়েছে, ‘আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকাজ করে এবং সৎপথে অবিচল থাকে।’
(সুরা : তাহা, আয়াত : ৮২)
ইতিহাস থেকে শিক্ষা নাও
ইরশাদ হয়েছে, ‘আগে যা ঘটেছে তার সংবাদ আমি এভাবেই আপনার কাছে বিবৃত করি এবং আমার পক্ষ থেকে আপনাকে দান করেছি উপদেশ।’ (সুরা : তাহা, আয়াত : ৯৯)
দ্বিনবিমুখ মানুষ কিয়ামতের দিন বিপদগ্রস্ত হবে
ইরশাদ হয়েছে, ‘এটা থেকে যে বিমুখ সে কিয়ামতের দিন মহাভার বহন করবে।’
(সুরা : তাহা, আয়াত : ১০০)
মন্তব্য