আল্লাহ প্রিয় বান্দাদের তত্ত্বাবধান করেন
ইরশাদ হয়েছে, ‘...আমি আমার পক্ষ থেকে তোমার ওপর ভালোবাসা ঢেলে দিলাম, যেন তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও।’ (সুরা : ত্বহা, আয়াত : ৩৯)
নম্রতা নবীদের বৈশিষ্ট্য
ইরশাদ হয়েছে, ‘তোমরা উভয়ে ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সঙ্গে নম্র কথা বলবে। হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় পাবে।’ (সুরা : ত্বহা, আয়াত : ৪৩-৪৪)
নেক কাজে আল্লাহ মুমিনের সঙ্গী
ইরশাদ হয়েছে, ‘তিনি বললেন, তোমরা ভয় পেয়ো না। আমি তোমাদের সঙ্গে আছি। আমি শুনি ও আমি দেখি।’
(সুরা : ত্বহা, আয়াত : ৪৬)
অত্যাচারীর ক্ষমতা পৃথিবীতেই সীমিত
ইরশাদ হয়েছে, ‘তারা বলল, ...তুমি যা ইচ্ছা করো। তুমি শুধু এই পার্থিব জীবনের ওপর কর্তৃত্ব করতে পারো।’
(সুরা : ত্বহা, আয়াত : ৭২)
জাহান্নামে মৃত্যু থাকবে না
ইরশাদ হয়েছে, ‘যে তার প্রতিপালকের কাছে অপরাধী হিসেবে উপস্থিত হবে তার জন্য আছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না।’
(সুরা : ত্বহা, আয়াত : ৭৪)
মন্তব্য