পরকালে মুমিনরা মেহমানের সম্মান পাবে
ইরশাদ হয়েছে, ‘সেদিন দয়াময়ের কাছে মুমিনদের মেহমান হিসেবে সমবেত করব।’
(সুরা : মারিয়াম, আয়াত : ৮৫)
পাপীদের জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে
ইরশাদ হয়েছে, ‘আর অপরাধীদের তৃষ্ণাকাতর অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।’ (সুরা : মারিয়াম, আয়াত : ৮৬)
প্রতিশ্রুত ব্যক্তি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না
ইরশাদ হয়েছে, ‘যে দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, তার ছাড়া কারো সুপারিশ করার অধিকার থাকবে না।’ (সুরা : মারিয়াম, আয়াত : ৮৭)
পাপ প্রকৃতিতে বিপর্যয় সৃষ্টি করে
ইরশাদ হয়েছে, ‘যাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। কারণ তারা দয়াময়ের প্রতি সন্তান গ্রহণের (অপবাদ) আরোপ করে।’ (সুরা : মারিয়াম,
আয়াত : ৯০-৯১)
দ্বিনের কথা সহজ ভাষায় বলো
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করেছি যেন আপনি তা দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দিতে পারেন এবং সতর্ক করতে পারেন বিতণ্ডাপ্রবণ সম্প্রদায়কে।’ (সুরা : মারিয়াম, আয়াত : ৯৭)
মন্তব্য