স্বামী-স্ত্রী পাশাপাশি নিজ নিজ নামাজ আদায় করা
প্রশ্ন : স্বামী-স্ত্রী পাশাপাশি নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?
আখতারুজ জামান, কুমিল্লা।
উত্তর : স্বামী-স্ত্রী প্রত্যেকে ব্যক্তিগত নামাজ পড়াবস্থায় পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তবে উভয়ে মিলে জামাতে নামাজ পড়লে তখন স্ত্রী পেছনের কাতারে দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়াবে না। (রদ্দুল মুহতার : ১/৫৭২, আপকে মাসায়েল আওর উনকা হল : ২/২২৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪৫৪)
সুন্নতের দ্বিতীয় রাকাতে জামাত শুরু হলে করণীয়
প্রশ্ন : জোহরের সুন্নত নামাজের এক রাকাত অথবা দুই রাকাত হয়েছে, এ অবস্থায় জামাত দাঁড়িয়ে গেছে। এ ক্ষেত্রে করণীয় কী?
মাহতাব চৌধুরী, রংপুর।
উত্তর : সুন্নত নামাজ এক-দুই রাকাত পড়া অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে দুই রাকাত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাবে। (মারাকিল ফালাহ, পৃষ্ঠা : ১৭৫, হিন্দিয়া : ১/১২০)
দোয়া কুনুত না পড়ে রুকুতে গিয়ে আবার দাঁড়ানো
প্রশ্ন : দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে পুনরায় দোয়ায়ে কুনুত পড়ার জন্য দাঁড়ানোর বিধান কী?
আবরার করিম, নতুনবাজার, ঢাকা।
উত্তর : দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে পুনরায় দোয়ায়ে কুনুত পড়ার জন্য দাঁড়াবে না। যদি দাঁড়িয়ে যায় এবং কুনুত পড়ে তাহলে দ্বিতীয়বার রুকু না করে সিজদায় চলে যাবে এবং শেষে সিজদায়ে সাহু করে নেবে। (রদ্দুল মুহতার : ২/৮১, আহসানুল ফাতাওয়া : ৪/২৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৪৬৬)
বিবাহের আগে কনের সঙ্গে কথা বলা
প্রশ্ন : বিয়ের আকদ হওয়ার আগে কনের সঙ্গে কথাবার্তা বলার অনুমতি আছে কি?
সাদিদ কায়সার, বসুন্ধরা, ঢাকা।
উত্তর : বিয়ের আগে সম্ভব হলে পাত্রীকে একবার দেখা জায়েজ। এ ছাড়া আকদ হওয়ার আগে তার সঙ্গে সম্পর্ক রাখা বা কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। (শরহুত তিবি : ৬/২৩১, ইলাউস সুনান : ১৭/৩৮৪, আদ্দুররুল মুখতার : ৬/৩৬৯, আল মউসুআতুল ফিকহিয়াহ আল কুয়েতিয়া : ৩৫/১২২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৫৬৮)
প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দেওয়া
প্রশ্ন : কোনো দালিলিক প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?
মিজানুর রহমান, ডুমনি, ঢাকা।
উত্তর : প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ। এর থেকে বেঁচে থাকা সব মুসলমানের ঈমানি দায়িত্ব। (সুরা : আয়াত, নূর : ৪-৫, বুখারি, হাদিস : ২/২৭০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৪/১০৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৪৭৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা
মন্তব্য