ইবাদতে ধৈর্যের পরিচয় দাও
ইরশাদ হয়েছে, ‘তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার প্রতিপালক। সুতরাং তাঁরই ইবাদত করো এবং তাঁর ইবাদতে ধৈর্যশীল থেকো।...’ (সুরা : মারিয়াম, আয়াত : ৬৫)
পরকালে পাপীরা শয়তানের দলভুক্ত হবে
ইরশাদ হয়েছে, ‘আপনার প্রতিপালকের শপথ! আমি তাদের ও শয়তানদের একত্র করব। অতঃপর তাদের নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব।’
(সুরা : মারিয়াম, আয়াত : ৬৮)
আল্লাহভীতি জাহান্নাম থেকে মুক্তির উপায়
ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি আল্লাহভীরুদের উদ্ধার করব এবং অবিচারকারীদের নতজানু
অবস্থায় রেখে দেব।’
(সুরা : মারিয়াম, আয়াত : ৭২)
সম্পদের প্রাচুর্য পতন ঠেকাতে পারে না
ইরশাদ হয়েছে, ‘তাদের আগে আমি কত মানবগোষ্ঠীকে বিনাশ করেছি, যারা তাদের চেয়ে সম্পদ ও বাহ্যদৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল।’
(সুরা : মারিয়াম, আয়াত : ৭৪)
শয়তান অবিশ্বাসীদের বেশি প্রলুব্ধ করে
ইরশাদ হয়েছে, ‘তুমি কি লক্ষ করো না, আমি অবিশ্বাসীদের জন্য শয়তানদের ছেড়ে রেখেছি; তাদের মন্দ কাজে বিশেষভাবে প্রলুব্ধ করার জন্য।’
(সুরা : মারিয়াম, আয়াত : ৮৩)
মন্তব্য