আল্লাহর বিশাল সৃষ্টি জগতে মানুষ একটি ক্ষুদ্র জীব। তাই মানুষের পক্ষে গর্ব ও অহংকার করা বেমানান। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা : নাহল, আয়াত : ২৩)
যে ব্যক্তি সত্যের বিরুদ্ধে অহংকার করে তার ঈমান তার কোনো উপকার করতে পারে না। ইবলিসের পরিণতি তার জ্বলন্ত প্রমাণ। রাসুল (সা.) বলেন, ‘যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। জনৈক ব্যক্তি বললেন, কোনো ব্যক্তি চায় তার জামা-কাপড়, জুতা-স্যান্ডেল সুন্দর হোক তাহলে এটাও কি অহংকার? রাসুলুল্লাহ (সা.) উত্তর দেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। (সহিহ মুসলিম)
অর্থাৎ এগুলো অহংকারের অন্তর্ভুক্ত নয়। অহংকার হলো সত্যকে গোপন করা আর মানুষকে অবজ্ঞা করা।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অহংকারবশে তুমি মানুকে অবজ্ঞা কোরো না এবং পৃথিবীতে অহংকারের সঙ্গে পদচারণ কোরো না। কখনো আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা : লোকমান, আয়াত : ১৮)
রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা বলেন—মহত্ত্ব আমার পরিচয় আর অহংকার আমার চাদর, যে ব্যক্তি এ দুটি নিয়ে টানাহেঁচড়া করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব।’ (সহিহ মুসলিম)
মন্তব্য