ক্ষমা প্রার্থনা জীবনে প্রাচুর্য আনে
ইরশাদ হয়েছে, ‘আর তোমরা যদি তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাঁর দিকে প্রত্যাবর্তন করো, তবে তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং প্রত্যেক গুণীজনকে প্রাপ্য মর্যাদা দান করবেন।...’ (সুরা : হুদ, আয়াত : ৩)
জীবিকা আল্লাহ কর্তৃক নির্ধারিত
ইরশাদ হয়েছে, ‘ভূপৃষ্ঠের ওপর বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহর ওপর।...’ (সুরা : হুদ, আয়াত : ৬)
আল্লাহর অনুগ্রহ ভুলে যেয়ো না
ইরশাদ হয়েছে, ‘যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে অনুগ্রহ আস্বাদন করাই এবং পরে তার কাছ থেকে তা প্রত্যাহার করি, তখন সে অবশ্যই কৃতজ্ঞ ও হতাশ হবে।’
(সুরা : হুদ, আয়াত : ৯)
দুনিয়াপ্রেমীদের পরকালে কোনো অংশ নেই
ইরশাদ হয়েছে, ‘তাদের (পার্থিব জীবন কামনাকারী) জন্য পরকালে (জাহান্নামের) আগুন ছাড়া কিছুই থাকবে না। তারা যা করে তা নিষ্ফল হবে এবং তাদের কাজ নিরর্থক প্রমাণিত হবে।’ (সুরা : হুদ, আয়াত : ১৬)
আল্লাহর কাছে আত্মসমর্পণ করো
ইরশাদ হয়েছে, ‘যারা মুমিন, সৎকর্মপরায়ণ এবং স্বীয় প্রতিপালকের প্রতি বিনয়াবনত, তারাই জান্নাতের অধিবাসী এবং সেখানে তারা স্থায়ী হবে।’ (সুরা : হুদ, আয়াত : ২৩)
মন্তব্য