kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

দ্বিতীয় জামাতে ইকামতের বিধান

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : কোনো মসজিদের জামাত হয়ে যাওয়ার পর যদি দ্বিতীয় জামাত হয় বা একাকী কেউ নামাজ পড়ে তাহলে কি পুনরায় ইকামত দিতে হবে?

শোয়েব মজুমদার, কদমতলা, বাসাবো, ঢাকা

উত্তর : যে মসজিদে নির্দিষ্ট ইমাম-মুয়াজ্জিনের উপস্থিতিতে সময়মতো জামাতে নামাজ আদায় করা হয় ওই মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরুহ। তা সত্ত্বেও যদি কেউ জামাত করে অথবা একাকী নামাজ আদায় করে তাহলে উভয় অবস্থায় ইকামত ছাড়া নামাজ পড়বে। ইকামত দেওয়া মাকরুহ। (রদ্দুল মুহতার : ১/৩৯৫, মাজমুআতুল ফাতাওয়া : ১/২৯৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৩৬২)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

মন্তব্যসাতদিনের সেরা