আল্লাহর প্রিয়ভাজন হও
ইরশাদ হয়েছে, ‘জেনে রাখো! নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।’
(সুরা : ইউনুস, আয়াত : ৬২)
রাত ঘুমের জন্য
ইরশাদ হয়েছে, ‘তিনিই সৃষ্টি করেছেন তোমাদের জন্য রাত, যেন তোমরা তাতে বিশ্রাম করতে পারো এবং দিন (সৃষ্টি করেছেন) দেখার জন্য।...’
(সুরা : ইউনুস, আয়াত : ৬৭)
ভালো কাজের প্রতিদান আল্লাহই দেবেন
ইরশাদ হয়েছে, ‘অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিলে (জেনে রাখো) আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো আল্লাহর কাছে।...’
(সুরা : ইউনুস, আয়াত : ৭২)
ধর্ম পালনে একনিষ্ঠ হও
ইরশাদ হয়েছে, ‘তুমি একনিষ্ঠভাবে দ্বিনের ওপর প্রতিষ্ঠিত হও এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (সুরা : ইউনুস, আয়াত : ১০৫)
ভালো-মন্দের মালিক কেবল আল্লাহ
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তোমাকে কোনো অকল্যাণ দিলে তিনি ছাড়া আর কোনো পরিত্রাণকারী নেই। আল্লাহ যদি তোমার কল্যাণ চান, তবে তার অনুগ্রহ রোধ করার মতো কেউ নেই।...’ (সুরা : ইউনুস, আয়াত : ১০৭)
মন্তব্য