kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

বই-পুস্তকের ওপর অঙ্কিত আয়াত স্পর্শ করা

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : বর্তমানে কিছু লেখক তাঁদের বইয়ের মলাটে কোরআন খোলা আছে—এমন ছবি দিয়ে থাকে, যাতে আয়াত লেখা থাকে। জানার বিষয় হলো, উক্ত বই যে ভাষারই হোক, যদি রাখতে বা ওঠাতে গিয়ে উক্ত আয়াতে হাত লাগে তাহলে এর বিধান কী?

তারেক রহমান, চাঁদপুর

 

উত্তর : বইয়ের মলাটে কোরআন শরিফের আয়াত লেখা থাকলে লিখিত স্থানটুকু অজু ছাড়া স্পর্শ করা জায়েজ হবে না। লিখিত স্থান ছাড়া বাকি অংশ স্পর্শ করা যাবে। তবে পূর্ণ আয়াত না হয়ে আয়াতের অংশবিশেষ ছয় হরফের কম হলে কারো কারো মতে স্পর্শ করলে অসুবিধা হবে না। উল্লেখ্য, অসতর্কতার কারণে হাত লেগে গেলে তাওবা করতে হবে, আর ভুলে লেগে গেলে গুনাহ হবে না। (আদ্দুররুল মুখতার : ১/১৭৩, রদ্দুল মুহতার : ১/১৭৩, আহসানুল ফাতাওয়া : ২/১৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১৩৭)

 

মন্তব্যসাতদিনের সেরা