সৃষ্টিজগতে রয়েছে আল্লাহর নিদর্শন
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই রাত-দিনের পরিবর্তন এবং আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে আল্লাহভীরুদের জন্য রয়েছে বহু নিদর্শন।’ (সুরা : ইউনুস, আয়াত : ৬)
পার্থিব জীবনে মগ্ন থেকো না
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা করে না এবং পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট থাকে, তাতে পরিতৃপ্ত থাকে।...’ (সুরা : ইউনুস, আয়াত : ৭)
বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যেয়ো না
ইরশাদ হয়েছে, ‘মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর যখন আমি তার বিপদ দূর করে দিই, তখন সে এমনভাবে চলতে থাকে যেন বিপদের সময় সে আমাকে ডাকেনি।...’ (সুরা : ইউনুস, আয়াত : ১২)
সীমা লঙ্ঘন কোরো না
ইরশাদ হয়েছে, ‘তোমাদের আগে আমি বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি যখন তারা সীমা অতিক্রম করেছিল।...’
(সুরা : ইউনুস, আয়াত : ১৩)
চূড়ান্ত সাফল্য অপরাধীদের জন্য নয়
ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে বা নিদর্শনকে অস্বীকার করে তার চেয়ে বড় অবিচারকারী কে আছে? নিশ্চয়ই অপরাধীরা সফলকাম হয় না।’ (সুরা : ইউনুস, আয়াত : ১৭)
মন্তব্য