প্রশ্ন : দুধ পানকারী ছোট বাচ্চাদের আদর করে কোলে নিলে অনেক সময় বমি করে কাপড় নষ্ট করে ফেলে, ওই বমির বিধান কী?
শাম্মী সুলতানা, কুষ্টিয়া
উত্তর : দুধ পানকারী ছোট বাচ্চা মুখ ভরে বমি করলে তা অপবিত্র হবে এবং ধুয়ে ফেলতে হবে। মুখ ভরে না করলে তা অপবিত্র হবে না বিধায় ধোয়া লাগবে না। (আদ্দুররুল মুখতার : ১/১৩৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১১৭)
মন্তব্য