সাহাবারা ছিলেন আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দল
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ অবশ্যই অনুগ্রহপরায়ণ হয়েছেন নবীর প্রতি, মুহাজির ও আনসারদের প্রতি, যারা তাঁর অনুসরণ করেছিলেন সংকটকালে—এমনকি যখন তাদের একটি দলের অন্তর বিকল হওয়ার উপক্রম হয়েছিল। অতঃপর তিনি তাদের ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি তাদের প্রতি দয়ার্দ্র ও পরম দয়ালু।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৭)
ভালো মানুষের সঙ্গে থাকো
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
ছোট ছোট দানও আল্লাহকে খুশি করে
ইরশাদ হয়েছে, ‘তারা ছোট বা বড় যা-ই ব্যয় করে এবং যেকোনো প্রান্তই অতিক্রম করে, তা তাদের অনুকূলে লিপিবদ্ধ হয়। যাতে তারা যা করেছে আল্লাহ তার চাইতে উত্তম প্রতিদান তাদের দিতে পারেন।’
(সুরা : তাওবা, আয়াত : ১২১)
কোরআন তিলাওয়াত মুমিন-হৃদয়ে প্রশান্তি আনে
ইরশাদ হয়েছে, ‘...যারা মুমিন এটা (কোরআন) তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয়।’ (সুরা : তাওবা, আয়াত : ১২৪)
অসুস্থ হৃদয় কোরআন পছন্দ করে না
ইরশাদ হয়েছে, ‘যাদের অন্তরে ব্যাধি আছে, তা (কোরআন) তাদের কলুষের সঙ্গে আরো কলুষযুক্ত করে এবং তাদের মৃত্যু হয় অবিশ্বাসী অবস্থায়।’ (সুরা : তাওবা, আয়াত : ১২৫)
মন্তব্য