অপরাধ স্বীকার করো, ক্ষমা চাও
ইরশাদ হয়েছে, ‘অপর দল নিজেদের অপরাধ স্বীকার করেছে। তারা সৎকর্মের সঙ্গে অসৎ কর্মের মিশ্রণ ঘটিয়েছে। আল্লাহ হয়তো তাদের ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।’ (সুরা : তাওবা, আয়াত : ১০২)
জাকাত সম্পদকে পবিত্র করে
ইরশাদ হয়েছে, ‘আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন। এর মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন।...’
(সুরা : তাওবা, আয়াত : ১০৩)
আল্লাহ পবিত্রতা ভালোবাসেন
ইরশাদ হয়েছে, ‘...সেখানে এমন লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’
(সুরা : তাওবা, আয়াত : ১০৮)
আল্লাহর পছন্দনীয় ৯ গুণ
ইরশাদ হয়েছে, ‘তারা তাওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের নির্দেষদাতা, অসৎ কাজে নিষেধকারী এবং আল্লাহর সীমা রক্ষাকারী—এসব মুমিনদের আপনি সুসংবাদ দিন।’
(সুরা : তাওবা, আয়াত : ১১২)
সৃষ্টিজগতের সার্বভৌম ক্ষমতা আল্লাহর
ইরশাদ হয়েছে, ‘আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই। তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই।’
(সুরা : তাওবা, আয়াত : ১১৬)
মন্তব্য