আল্লাহ ও তাঁর রাসুলের বিরোধিতা কোরো না
ইরশাদ হয়েছে, ‘তারা কি জানে না, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নাম এবং সেখানে সে চিরদিন বসবাস করবে। আর সেটাই চরম লাঞ্ছনা।’ (সুরা ; তাওবা, আয়াত : ৬৩)
ভালো কাজে বাধা দেওয়া মুনাফিকি
ইরশাদ হয়েছে, ‘মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী একে অপরের অনুরূপ। তারা অসৎ কাজের নির্দেশ এবং সৎকাজে বাধা দেয়।...’
(সুরা : তাওবা, আয়াত : ৬৭)
মুমিনরা পরস্পরের বন্ধু
ইরশাদ হয়েছে, ‘মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের বন্ধু। তারা সৎকাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে।...’ (সুরা : তাওবা, আয়াত : ৭১)
আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়
ইরশাদ হয়েছে, ‘...(মুমিনের
জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন) চিরস্থায়ী জান্নাতে উত্তম বাসস্থানের। আল্লাহর সন্তুষ্টিই শ্রেষ্ঠতর এবং এটাই মহা সাফল্য।’ (সুরা : তাওবা, আয়াত : ৭২)
গোপন কথা ও ষড়যন্ত্র সব কিছুই আল্লাহ জানেন
ইরশাদ হয়েছে, ‘তারা কি জানে না, আল্লাহ অবশ্যই তাদের গোপন কথা ও গোপন পরামর্শ সম্পর্কে অবগত এবং যা অদৃশ্য সে সম্পর্কেও আল্লাহ অবশ্যই অবগত?’
(সুরা : তাওবা, আয়াত : ৭৮)
মন্তব্য