প্রশ্ন : কোনো ব্যক্তির পুকুর থেকে একটি পাখি মাছ নিয়ে যাওয়ার পর অন্য ব্যক্তি সে পাখি থেকে মাছটি নিয়ে নিল। এখন তার জন্য মাছটি খাওয়া জায়েজ হবে কি না?
আরিফ, হরিনারায়ণপুর, নোয়াখালী।
উত্তর : কারো পুকুরের মাছ পাখির মুখ থেকে উদ্ধার করা গেলে ওই মাছ মালিকের কাছে পৌঁছে দেওয়া উদ্ধারকারীর ওপর জরুরি হয়ে যায়। মূল মালিকের সন্ধান না পাওয়া গেলে কোনো গরিবকে দিয়ে দায়িত্বমুক্ত হতে হয়। এরূপ অবস্থায় নিজে গরিব হলে নিজে খাওয়াও বৈধ। (হিন্দিয়া : ২/২৯১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১৫৫)
মন্তব্য