১. সিজদার তাকবির বলা। (আল ফিকহ আলাল মাজাহিবিল আরবাআ : ১/২৪২)
২. সিজদায় প্রথমে উভয় হাঁটু রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩১৭)
৩. তারপর উভয় হাত রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩১৭)
৪. তারপর নাক রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩১৭)
৫. তারপর কপাল রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩১৭)
৬. উভয় হাতের মাঝে সিজদা করা। (আসসি‘আয়াহ : ২/১৯৫)
৭. সিজদায় পেটকে ঊরু থেকে পৃথক রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩২০)
৮. বাহুদ্বয়কে বোগল থেকে পৃথক রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩২০)
৯. কনুইকে জমিন থেকে পৃথক রাখা। (আল ফিকহুল ইসলামী : ১/৭০৭)
১০. সিজদায় কমপক্ষে তিনবার ‘সুবহানা রব্বিয়াল আ‘লা’ বলা। (সি‘আয়াহ : ২/১৯৮)
১১. সিজদা থেকে উঠার সময় তাকবির বলা। (বাদায়েউস সানায়ে : ১/২১০)
১২. সিজদা থেকে ওঠার সময় প্রথম কপাল, তারপর নাক, তারপর হাতদ্বয় তারপর হাঁটুদ্বয়কে ওঠানো এবং উভয় সিজদার মাঝে শান্ত হয়ে বসা। (আল বাহরুর রায়েক : ১/৩১৭)
মন্তব্য