প্রশ্ন : নামাজে ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরা সুন্নত, তবে তা কি পাঞ্জাবি বা জুব্বার হাতার ওপর দিয়ে ধরলে আদায় হবে?
আলম নীবু, কুমিল্লা
উত্তর : উভয় অবস্থায় সুন্নত আদায় হয়ে যাবে। (আদ্দুররুল মুখতার : ১/৪৮৭, শুআবুল ইমান : ৫/১৫৫, ফাতাওয়া দারুল উলুম : ৪/৩৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২৬৬)
মন্তব্য