১. রুকুতে তাকবির বলা। (বাদায়েউস সানায়ে : ১/২০৭)
২. রুকুতে উভয় হাত দ্বারা হাঁটু ধরা। (আল বাহরুর রায়েক : ১/৩১৫)
৩. হাঁটু ধরার সময় আঙুলগুলোকে ছড়িয়ে রাখা। (হিদায়া : ১/১০৬)
৪. পায়ের গোছাকে সোজা রাখা। (আল ফিকত আলাল মাজাহিবিল আরবাআ : ১/২৬০)
৫. পিঠকে বিছিয়ে দেওয়া। (বাদায়েউস সানায়ে : ১/২০৮)
৬. মাথা ও নিতম্ব বরাবর করা। (বাদায়েউস সানায়ে : ১/২০৮)
৭. রুকুতে কমপক্ষে তিনবার ‘সুবহানা রব্বিয়াল আজিম’ বলা। (হিদায়া : ১/১০৬)
৮. রুকু থেকে ওঠার সময় ইমামের ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলা, মুকতাদির ‘রব্বানা লাকাল হামদ’ বলা, একাকি নামাজি ব্যক্তির উভয়টা বলা। (আল বাহরুর রায়েক : ১/৩১৬)
গ্রন্থনা : সাআদ তাসফিন
মন্তব্য