রমজান মাসের রোজা রাখা ফরজ এবং শরিয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ভাঙা হারাম ও কবিরা গুনাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা আল্লাহভীরু হতে পারো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৩)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত—এক. এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া আর কোনো (প্রকৃত) উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, দুই. সালাত প্রতিষ্ঠা করা, তিন. জাকাত দেওয়া, চার. হজ করা, পাঁচ. রমজান মাসের রোজা রাখা।’ (সহিহ বুখারি, হাদিস : ৭)
মন্তব্য