প্রশ্ন : অনেক লোককে দেখা যায় যে রেলগাড়িতে নামাজকক্ষ থাকা সত্ত্বেও নিজের সিটে বসে নামাজ আদায় করে। প্রশ্ন হলো, এভাবে নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে?
আলমগীর হোসেন, চাঁদপুর
উত্তর : রেলগাড়ি বা বাসে ফরজ নামাজ হাতে সিট ধরে হলেও দাঁড়িয়ে পড়া ফরজ। বসে পড়লে ফরজ আদায় হবে না। পুনরায় দাঁড়িয়ে আদায় করতে হবে। তবে নফল নামাজ বসে পড়তে আপত্তি নেই। (মাবসুতুস সারাখসি : ১/২০৮, হালবি কাবির : পৃ. ২৬১, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৫/৫৫৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২৫০)
মন্তব্য