প্রশ্ন : ৯-১০ বছরের একটি ছেলে কোরআন শরিফ শুদ্ধ করে পড়তে পারে এবং নামাজও পড়তে পারে। সে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেয়, তাহলে তার বিধান কী?
—মবিন মুনতাসির, দুবাই
উত্তর : নাবালক ছেলের বোধশক্তি পাকাপোক্ত হলে এবং আজান শুদ্ধভাবে দেওয়ার যোগ্যতা অর্জন হলে তার আজান দেওয়া সহিহ হবে। (তুহফাতুল ফাকাহা : ১/১১১, হিন্দিয়া : ১/৫৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১৮৫)
মন্তব্য